রীতি মেনে সম্পন্ন হল বনদূর্গা পুজো, সকাল থেকে ভক্তদের ভিড়  

শিলিগুড়ি, ২৭ ডিসেম্বরঃ রীতি মেনে প্রতি বছরের ন্যায় এবছরও রাজগঞ্জের বৈকুন্ঠপুর গভীর জঙ্গলে বনদূর্গা পুজো সম্পন্ন হল।


চেউলিবাড়ির অদূরে গভীর জঙ্গলে প্রতিবছর পৌষ মাসের পূর্ণিমা তিথিতে গভীর রাতে বনদুর্গার পুজো হয়ে থাকে।এবছর ৪৩তম বর্ষে পদার্পণ করলো বনদূর্গা পুজো।এবছর রাতে পুজো হলেও ভক্তদের সমাগম সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা ছিল।তবে সকাল হতেই ভক্তদের সমাগম শুরু হয়।চলে পুজো অর্চনা-আরতি এবং প্রসাদ বিতরণ।

কথিত আছে, দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের স্মৃতিবিজড়িত স্থানটি দিল্লিভিটা চাঁদের খাল নামে পরিচিত। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবী চৌধুরানী’ উপন্যাসেও এই স্থানের কথা উল্লেখ রয়েছে। প্রথমে স্থানীয় রাজবংশী সম্প্রদায়ের মানুষ এই স্থানে পুজো শুরু করেন। সেইসময় ঠুনঠুনির পুজো নামে পরিচিত ছিল বনদূর্গা পূজা। পরবর্তীতে প্রায় ৪৩ বছর আগে একটি কমিটি করে নতুন করে বনদুর্গার পুজো শুরু হয়।সেই থেকে প্রতিবছর রীতি মেনে বনদূর্গার পুজো হয়ে আসছে।


এদিন কমিটির সম্পাদক রাজু সাহা বলেন, প্রতিবছর রাতে পুজোর আয়োজন করা হয়।পূজা উপলক্ষে মেলাও বসে।উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক মানুষের সমাগম হয়।তবে কিছু নিষেধাজ্ঞার জেরে এবারে রাতে পুজো হলেও ভক্তদের সমাগম সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা ছিল।তবে সকাল হতেই ভক্তরা আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *