বনভোজনে বাসমতীর সুগন্ধে ম ম করছে, লাঞ্চ সারতে হাজির ‘গজরাজ’

শিলিগুড়ি, ৯ জানুয়ারি: তার এলাকায় ঢুকে পিকনিক।সকাল থেকে চলছে আয়োজন, খাবারের বন্দোবস্ত।আর তিনি এলাকাতেই থাকেন। পিকনিকে তিনি আসবেন না, তা হয় নাকি? কিছুক্ষণে দেখার পর পিকনিক স্পটে এসে হাজির হলেন তিনি।পিকনিকের মজা নিতে তিনি যখন এলেন তখন তাঁকে দেখে শীতের দুপুরেও ভয়ে ঘেমে নাজেহাল অবস্থা পিকনিক করতে আসা লোকজনের।কেউ ভগবানের স্মরণ করলেন তো কেউ দিলেন ছুট।আবার অতি উৎসাহী কয়েকজন দূরে দাঁড়িয়ে ছবি তুলতে থাকলেন।


ঘটনা রবিবারের।শিলিগুড়ি শহরের অদূরে বাগডোগরার ব্যাঙডুবির সেন্ট্রাল বস্তি এলাকায়।সেখানে প্রত্যেক শীতে পিকনিক করতে আশপাশের এলাকার মানুষ ভিড় করেন।রবিবার এমন কাণ্ড ঘটে গেল যারপর আর সেখানে না যাওয়াই ভাল।সকাল থেকেই পিকনিকের আয়োজন চলছিল।অনেকে রান্না শুরু করে দেন।খাবারের গন্ধ ছড়িয়ে যায় দূর দূরান্ত পর্যন্ত।সেই গন্ধ পেতেই এক্কেবারে পিকনিক স্পটে খাবারের খোঁজে এসে হাজির হয়ে যায় একটি হাতি।সেই হাতি দেখা মাত্রই পিকনিকের জিনিস পত্র ফেলে ছুটে পালান লোকজন।কিছুক্ষণ পর হাতিটি জঙ্গলে চলে যায়।তবে এভাবে বন জঙ্গলের ভেতরে পিকনিক করা যে বিপজ্জনক তা বুঝেছেন অনেকেই।

এছাড়াও বন্যপ্রাণীদের জন্য সমস্ত জঙ্গলের ভেতর পিকনিক নিষিদ্ধ করার পাশাপাশি বন দফতরকে কড়া ব্যবস্থার নেওয়ার আর্জি জানিয়েছেন পরিবেশ প্রেমীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *