শিলিগুড়ি, ২৫ নভেম্বরঃ বাড়ি বানিয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ।গ্রেফতার অভিযুক্ত।ধৃতের নাম উজ্জ্বল চাকী।শিলিগুড়ি পুরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডের আশ্রমপাড়ার বাসিন্দা।
অভিযোগ, উজ্জ্বল চাকী নামে এক ব্যক্তি বিভিন্ন মানুষের কাছে গিয়ে লোন দিয়ে বাড়ি তৈরির কথা জানান।তাতে মানুষেরা রাজি হলে বাড়ি তৈরির স্ক্রিমের নামে ইএমআই এর মাধ্যমে একাধিক মানুষের কাছ থেকে লক্ষাধিক টাকা নেন।এরপরও অনেকের বাড়ি তৈরির কাজ শুরু হয়নি এবং যাদের কাজ শুরু হয় তাদের সামান্য কাজ হওয়ার পর থমকে যায়।এরপরই বিভিন্নভাবে টালবাহানা শুরু করে ব্যক্তি।আর এতেই সন্দেহ হয় সকলের।খোঁজখবর নিয়ে জানতে পারেন তারা প্রতারণার শিকার হয়েছেন।
এরপরও গত ১৮ নভেম্বর প্রধাননগর থানায় উজ্জ্বল চাকীর নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ব্যক্তিকে গ্রেফতার করে প্রধাননগর থানার পুলিশ।এদিকে জমা করা টাকা ফেরত পাওয়ার দাবী জানিয়েছেন অভিযোগকারীরা।