রাজগঞ্জ, ৬ সেপ্টেম্বরঃ গ্রামে বিভিন্ন বাড়িতে বিক্রি হয় মদ, অভিযান চালালো প্রমিলা বাহিনী। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আদর্শপল্লী ভেলকিপাড়া এলাকার ঘটনা।
জানা গিয়েছে, দীর্ঘদিন থেকে সাহুডাঙ্গি সংলগ্ন এই আদর্শপল্লী গ্রামের বেশকয়েকটি বাড়িতে মদ সহ নানান নেশার সামগ্রী বিক্রি করা হচ্ছিল।এই নিয়ে একাধিক বার প্রশাসনের কাছে অভিযোগও করা হয়।তবে কোন লাভ হয়নি।এই কারণে এদিন অভিযানে নামে প্রমিলা বাহিনী।পরে এনজেপি থানা ও আমবাড়ি ফাঁড়ির পুলিশ বাড়িগুলিতে অভিযান চালায়।
এদিন প্রমিলা বাহিনীর সদস্যরা জানান, মদ খেয়ে অনেকের সংসারে প্রতিদিন মারামারি, আশান্তি, ঝামেলা লেগেই থাকে।এছাড়া ছোটরাও নেশায় আসক্ত হয়ে পড়ছে।তাই আজ এলাকায় মহিলারা মিলে যেসব বাড়িতে মদ বিক্রি করা হচ্ছিল সেগুলি বন্ধ করতে অভিযান নেমেছি।