শিলিগুড়িতে বাড়ি মালকিন খুন, এলো ফরেনসিক টিম-এখনও অধরা বিকাশ 

শিলিগুড়ি, ৭ ডিসেম্বরঃ শিলিগুড়ির ১ নম্বর ওয়ার্ডের সাউথ আম্বেদকর কলোনিতে খুনের ঘটনায় এখনও অধরা অভিযুক্ত বিকাশ পাঞ্জিয়ার। এদিকে বুধবার ঘটনাস্থলে গিয়েছিল ৪ সদস্যের একটি ফরেনসিক দল।এদিন এই ৪ সদস্যের ফরেনসিক দল মহম্মদ শাহজাদের বাড়িতে যান।ঘর থেকে রক্তের নমুনা সংগ্রহ করেন।গোটা ঘটনার পুননির্মাণ করেন ফরেনসিক দলের সদস্যরা।


গত ৩ ডিসেম্বর সাউথ আম্বেদকর কলোনিতে খুনের ঘটনাটি ঘটে।বিকাশ পাঞ্জিয়ার নামে ভাড়াটে যুবক বাড়ি মালকিন গঙ্গা ছেত্রীকে খুন করে।বিকাশের হামলায় জখম হন বাড়ি মালিক মহম্মদ শাহজাদ। খুনের ঘটনায় অভিযুক্ত বিকাশকে ধরতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।পুলিশের একটি দল বাইরেও গিয়েছে বলে খবর।ঘটনার পরই তদন্তের স্বার্থে ফরেনসিক দলকে জন্য চিঠি পাঠানো হয়েছিল পুলিশের তরফে।এরপরই বুধবার জলপাইগুড়ি থেকে ফরেনসিক দল ঘটনাস্থলে আসে।এদিন প্রায় ৩ ঘণ্টা ধরে ওই বাড়িতে ছিলেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।ঘটনাস্থলে উপস্থিত ছিলেন প্রধাননগর থানার আইসি সহ মামলার তদন্তকারী পুলিশের দল।এদিকে ফরেনসিকের আরও একটি দল ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করতে ঘটনাস্থলে আসবে বলে জানা গিয়েছে।

এই বিষয়ে পুলিশ কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদী বলেন, ফরেনসিক দল ঘটনাস্থলের তদন্ত করেছে।এরপর ফরেনসিকের আরেকটি দল ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করতে আসবে।অভিযুক্ত এখনও পলাতক।অভিযুক্তকে ধরতে বাইরেও গিয়েছে পুলিশের টিম।


অন্যদিকে এদিন মৃত গঙ্গা ছেত্রীর মেয়ে জানিয়েছে, বিকাশের পরিবারের সঙ্গে ভাল সম্পর্ক ছিল।এমনকি বিকাশকে রাখিও পড়িয়েছিল।কিন্তু কেন সে এভাবে হামলা করলো সেটাও তাঁদের প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomjojobetCasibomcasibom girişcasibomcasibom girişCASİBOMCasibomholiganbet girişcasibom girişjojobetjojobet girişjojobet güncel girişCasibomcasibomjojobetcasibomcasibom güncel girişcasibomcasibom girişcasibom giriş