৬ নম্বর ওয়ার্ডের করোনা আক্রান্ত ফলবিক্রেতার বাড়ির সকলের করা হবে সোয়াব টেস্ট

শিলিগুড়ি,১৯ মেঃ ৬ নম্বর ওয়ার্ডে করোনা পজিটিভ ফলবিক্রেতার বাড়ি থেকে সকলকে সোয়াব টেস্টের জন্য নিয়ে যাওয়া হল শিলিগুড়ি জেলা হাসপাতালে।


প্রসঙ্গত,সোমবার শিলিগুড়ির ৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের দুই ব্যক্তির দেহে করোনা ভাইরাসের উপস্থিতি মেলে।এরপরেই তাদের মাটিগাড়ার কোভিড হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় স্বাস্থ্যদপ্তরের আধিকারিকেরা।

এদিকে ৬ নম্বর ওয়ার্ডের ওই করোনা পজিটিভ ব্যক্তির পরিবারকে নিয়ে যাওয়া হয় কোয়ারেন্টাইন সেন্টারে।তবে জানা গেছে, পরিবারের পাশাপাশি আরও বেশকিছু মানুষ ওই ফলবিক্রেতার বাড়িতে থাকতেন।মঙ্গলবার সকালে আবারও স্বাস্থ্যদপ্তরের আধিকারিকেরা আসেন ৬ নম্বর ওয়ার্ডে এবং ওই ফলবিক্রেতার বাড়ি থেকে সকলকে সোয়াব টেস্টের জন্য নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *