বাড়িতে গিয়ে হুমকি ও গালিগালাজ- অভিযোগ দায়ের করলেন ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিঙ্কি সাহা

শিলিগুড়ি, ৯ এপ্রিলঃ শিলিগুড়ি পুরনিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পিঙ্কি সাহাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকির অভিযোগ উঠল দলের এক বহিষ্কৃত নেতার বিরুদ্ধে।ঘটনায় পর আজ ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করলেন কাউন্সিলর পিঙ্কি সাহা।


অভিযোগ, কাউন্সিলার পিঙ্কি সাহার বাড়িতে নেশাগ্রস্থ অবস্থায় বহিষ্কৃত নেতা স্বপন দাস তার সমর্থকদের সঙ্গে যান।এরপর পিঙ্কি সাহা ও তার স্বামীকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।আরও অভিযোগ, স্বপন সাহা তার সঙ্গীদের কাছে ধারালো অস্ত্র ছিল।এই ঘটনার বিরোধিতা করে কাউন্সিলার পিঙ্কি সাহা আজ ভক্তিনগর থানায় বিক্ষোভ প্রদর্শন করেন।এদিন স্বপন দাস, দীনেশ সরকার এবং বঙ্কা মজুমদারের নামে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

এই বিষয়ে ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিঙ্কি সাহা বলেন, গতকাল রাতে স্বপন দাস, দীনেশ সরকার এবং বঙ্কা মজুমদার নেশাগ্রস্থ হয়ে আমার বাড়িতে যায়।এরপর অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।পাশাপাশি আমার স্বামীকেও হুমকি দেয়।নির্বাচনের আগে স্বপন দাসকে দল থেকে বহিষ্কৃত করা হয়েছিল।নির্দল হয়ে তিনি লড়াই করে হেরে যান।এর জন্যই এই ধরণের কাজ করছেন তারা।ওয়ার্ডে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আজ ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হল।


অন্যদিকে স্বপন দাস পাল্টা অভিযোগ করে বলেন, বাড়ির পাশেই আমরা ক্যারাম খেলছিলাম।হঠাৎই কাউন্সিলারের স্বামী তার সঙ্গীদের সঙ্গে এসে আমাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলে।এরফলে তাদের সঙ্গে আমাদের বাদানুবাদ হয়।সেইসময় আমার স্ত্রী সেখানে আসলে তার সঙ্গেও দুর্ব্যবহার করে।আমি এই নিয়ে থানায় অভিযোগ করতে যাই।তবে থানায় অভিযোগ নেয়নি।নিজেদের মধ্যে বিষয়টি মিটিয়ে নেওয়া কথা বলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *