কোচবিহার, ১০ নভেম্বরঃ সব ঠিকঠাকই চলছিল।কিন্তু হঠাৎ বাড়িতে হাজির ৪ প্রেমিকা।ধরা পড়তেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের।কোচবিহারের মাথাভাঙা ১ নং ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের ভুরকুন্ডা গ্রামের ঘটনা।ঘটনার জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকায়।
জানা গিয়েছে, ওই যুবক একটি ওষুধের দোকানের কর্মী।চার যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল।কিন্তু এতোদিন কাউকেও সে ব্যাপারে বুঝতে দেয়নি।হঠাৎ ৪ প্রেমিকা জানতে পারে।এরপরই দুদিন আগে একসঙ্গে ৪ প্রেমিকা হাজির হয় বাড়িতে।তাঁদের মধ্যে দুই জন ঘোকসাডাঙার বাসিন্দা, এক জন ভাউরথানা এলাকার এবং একজন গোলকগঞ্জের বাসিন্দা।চার প্রেমিকাকে বাড়িতে দেখে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে যুবক।এরপরই তর্কবিতর্ক শুরু হয়।ঘরে ঢুকে হঠাৎ যুবক বিষ পান করে।পরে যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
20