এনজেপি’র বাড়িভাষা এলাকায় বেশকয়েকটি বাড়িতে চুরির ঘটনা, চাঞ্চল্য   

শিলিগুড়ি, ২৯ মার্চঃ এনজেপি থানা অন্তর্গত এলাকায় একই রাতে পরপর বেশকয়েকটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল।দীর্ঘদিন ধরেই ঘটছে একের পর এক চুরির ঘটনা।এরপরও নীরব পুলিশ প্রশাসন।উঠছে এমনই অভিযোগ।


জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে শিলিগুড়ি সংলগ্ন বাড়িভাষা আটা মিলের কাছে পরপর বেশ কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটে।এমনকি সেখান থেকে চুরি যায় সরকারি স্ট্রীট লাইটও।শুক্রবার সকালে এই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।ওই বাড়িগুলি থেকে মোবাইল ফোন, নগদ টাকা, গ্যাস সিলিন্ডার সহ বিভিন্ন জিনিস চুরি গিয়েছে বলে অভিযোগ।ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, এই ঘটনা প্রথম নয়।এর আগেও একাধিকবার এলাকায় এইভাবে চুরির ঘটনা ঘটেছে।স্থানীয় কিছু যুবক প্রতিনিয়ত নেশাগ্রস্ত অবস্থায় এই ধরনের ঘটনা ঘটিয়ে চলছে।পুলিশ প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ করেন তারা।


এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় পঞ্চায়ত সদস্যরা।পরে এনজেপি থানার পুলিশ পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Casibom GirişJojobet Girişcasibomholiganbet girişJOJOBETjojobet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom canlı casinohttps://casibom-resmi-girisi.com/