বর্ষবরণ উৎসবে একাধিক কর্মসূচি, শহরজুড়ে ১৪২৯টি গাছ লাগানোর উদ্যোগ পুরনিগমের

শিলিগুড়ি, ১৩ এপ্রিলঃ ১৪২৯ সালকে  স্বাগত জানাতে শহরজুড়ে ১৪২৯টি গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে শিলিগুড়ি পুরনিগম।বুধবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।


বাংলার সংস্কৃতিকে পুনরদ্ধার করতে উদ্যোগী বর্তমান রাজ্যে সরকার।সেই কারনে এবারে ১লা বৈশাখে নানান কর্মসুচি গ্রহন করা হয়েছে।এবারে বর্ষবরণ উৎসবে শিলিগুড়িতে  শোভাযাত্রা,অঙ্কন সহ একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।পাশাপাশি ১৪২৯সালকে স্বাগত জানাতে সবুজায়নের লক্ষ্যে ১৪২৯টি গাছ সপ্তাহব্যাপী  শহরের বিভিন্ন প্রান্তে লাগানো হবে।

এদিন মেয়র গৌতম দেব জানান, জাতিধর্মবর্ণ নির্বিশেষে সকলকে সামিল করা হবে বর্ষবরন উৎসবে।শুক্রবার সুর্য বরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা করা হয়ে।পরবর্তীতে বর্নাঢ্য শোভাযাত্রা বাঘাযতীন পার্ক থেকে শুরু শহর পরিক্রমা করে সুর্যসেন পার্কে গিয়ে শেষ হবে।সেখানেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে।পাশাপাশি খুদে শিল্পীদের আঁকা বিভিন্ন অঙ্কন আমন্ত্রন পত্র হিসেবে ব্যবহার করে মোট ২ হাজার শহরবাসীর হাতে তুলে দেওয়া হবে বলে জানান মেয়র।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *