বর্ষবরণের রাতে অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তা পুলিশের

শিলিগুড়ি, ১ জানুয়ারিঃ নতুন বছরকে স্বাগত জানাতে ৩১ ডিসেম্বর রাতে উৎসবের মেজাজে ছিল শহরবাসী।শিলিগুড়ির প্রধান রাস্তা মহাত্মাগান্ধী মোড়ে মানুষের ভিড় ছিল যথেষ্ট।অন্যদিকে শহরের বিভিন্ন জায়গা যেমন রেস্তোরাঁ, বার ও পাবে অনেক রাত অবধি চলে পার্টি।এই উৎসবের মেজাজে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তাঁর জন্য তৎপর ছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।গোটা শহরকে কড়া নিরাপত্তা ছিল পুলিশের।


গতকাল রাতে সেবক রোডে শপিং মলে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে যান ভক্তিনগর থানার আইসি এবং মহিলা স্কোয়াডের উইনার্স টিম।এদিকে শিলিগুড়িতে হুক্কা বার বন্ধের নির্দেশিকা কতটা মানা হচ্ছে তাঁর ওপর নজর ছিল পুলিশের।    

চেকিংয়ের সময় ভক্তিনগর থানার আইসি পাব এবং বার কর্তৃপক্ষদের সতর্ক করেন এবং নির্ধারিত সময়ে পাব এবং বার বন্ধ করার নির্দেশ দেন।শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মহিলা স্কোয়াডের উইনার্স বাহিনীও গভীর রাত অবধি টহলদারি চালায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *