তেল এখন ইতিহাস, জল দিলেই জ্বলে উঠবে প্রদীপ-শিলিগুড়ির বাজারে ‘সুপারহিট জল প্রদীপ’

শিলিগুড়ি, ১৪ অক্টোম্বরঃ তেলের দরকার নেই আর। এক চামচ জল দিলেই ঘণ্টার পর ঘণ্টা জ্বলবে প্রদীপ। অবাক হওয়ার কারণ নেই। শিলিগুড়ির বাজারে এবার পাওয়া যাচ্ছে এই জল প্রদীপ। এক চামচ জল প্রদীপে দিলে আলো জ্বলে উঠছে।তা দেখে অবাকও হচ্ছেন অনেকে। শুধুমাত্র এক চামচ জল প্রদীপের মধ্যে দিলেই জ্বলে উঠবে আলো তা দেখেই কিনে ফেলছেন প্রচুর মানুষ। দীপাবলির আগে বাজারে এমন প্রদীপ আসতেই ব্যাপক চাহিদা জল প্রদীপের। দেদার বিক্রি হচ্ছে শহরের বিভিন্ন বাজারে। ৩০-৪০ টাকা দামে এক একটি প্রদীপ বিক্রি হচ্ছে।


প্রতিবছর দীপাবলিতে ঘর সাজাতে নানা ধরনের টুনি, লাইট কিনে থাকেন সকলে। এবছর আকর্ষণের কেন্দ্রবিন্দু জল প্রদীপ। দিল্লীতে তৈরি এই প্রদীপ শিলিগুড়ির বাজারে আসতেই ব্যাপক বিক্রি হচ্ছে। মূলত ব্যাটারি দিয়েই এই প্রদীপগুলি জ্বলে।জল দিলেই ব্যাটারি অন হয়ে যাচ্ছে। এরপর প্রদীপে লাগানো এলইডি লাইট জলে উঠছে।

ব্যবসায়ীদের দাবি, টানা কয়েক ঘণ্টা এই প্রদীপগুলি জ্বলবে। ঘর সাজাতে অনেকেই সেই প্রদীপগুলি কিনছেন।


One thought on “তেল এখন ইতিহাস, জল দিলেই জ্বলে উঠবে প্রদীপ-শিলিগুড়ির বাজারে ‘সুপারহিট জল প্রদীপ’

  1. Koustav Chaudhury says:

    The main concept is electrolysis….the water works as electrolyte and the two metal portion works as anode and cathode….if you touch the two metallic portion with one finger, the light again starts glowing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *