এসএফআই-ডিওয়াইএফআই এর বিডিও অফিস অভিযান ঘিরে উত্তেজনা ধূপগুড়িতে

ধূপগুড়ি, ৯ অক্টোবরঃ এসএফআই-ডিওয়াইএফআই এর বিডিও অফিস অভিযান ঘিরে উত্তেজনা ছড়াল ধূপগুড়িতে।


জানা গিয়েছে, ডিওয়াইএফআই এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে এদিন বেকারদের কাজ, ধূপগুড়িকে মহকুমা, বানারহাটকে পৃথক ব্লক  সহ একাধিক দাবিতে ছাত্র-যুবরা আজ ধুপগুড়ি বিডিও অফিস অভিযান কর্মসূচি করে।

বিডিও অফিসের গেটে মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ।এরপরই শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Casibom GirişJojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslar