তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে প্রসূতি বিভাগে চিকিৎসাধীন এক রোগীর বেড ভেঙে বিপত্তি

কোচবিহার, ৫ অক্টোম্বরঃ তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে প্রসূতি বিভাগে চিকিৎসাধীন এক রোগীর বেড ভেঙে বিপত্তি।কোমরে ব্যাথা পেয়েছেন মহিলা।ঘটনার পরই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন রোগীর পরিবার ও আত্মীয়-স্বজন।ঘটনায় সাময়িক উত্তেজনা ছড়ায় তুফানগঞ্জ হাসপাতালে।


মহিলার স্বামী বিপ্লব দাস জানান, গত বুধবার প্রসব যন্ত্রণা নিয়ে তার স্ত্রী শিল্পী দাসকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।ওইদিনই সিজারে সন্তানের জন্ম দেন তিনি।এরপর তাকে প্রসূতি বিভাগে ভর্তি করা হয়।শনিবার সকালে আচমকাই বেড ভেঙে পড়ে যান তিনি।এরফলে কোমরে চোট পান।ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন রোগীর পরিবার।

হাসপাতালের বিরুদ্ধে তুফানগঞ্জ থানায় ও হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানান রোগীর স্বামী।


এই বিষয়ে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালের সুপার এম অধিকারী জানান, একটি ঘটনা ঘটে গিয়েছে। তবে সঙ্গে সঙ্গে বিষয়টি আমরা ঠিক করে দিয়েছি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *