বেহাল রাস্তা-খোলা ম্যানহোল,সমস্যায় পড়ুয়ারা-জাবরাভিটা আন্ডারপাস পরিদর্শনে এসজেডিএ চেয়ারম্যান

শিলিগুড়ি, ২২ নভেম্বরঃ করোনা পরিস্থিতি কাটিয়ে সবে স্কুল কলেজ খুলেছে।১৬ নভেম্বর থেকে স্কুল কলেজে যাতায়াত শুরু করেছে ছাত্রছাত্রীরা।তবে এই যাতাযাতের পথে বড়ো বাধা হয়ে দাঁড়াচ্ছে শিলিগুড়ি সংলগ্ন জাবরাভিটা আন্ডারপাসের খোলা ম্যানহোল।দীর্ঘদিন ধরে আন্ডারপাস জলমগ্ন থাকার কারণে রাস্তার একাধিক জায়গায় ভাঙ্গন ধরে বড় বড় গর্ত তৈরি হয়েছে। যেকারনে ছাত্রছাত্রীরা অনেক সময় চলাচল করতে গিয়ে পড়ে যাচ্ছে।পাশাপাশি রয়েছে জলনিকাশি ব্যবস্থার সমস্যা।ম্যানহোলের ঢাকনা খোলা থাকায় অনেক ছাত্র-ছাত্রীকে সাইকেল থেকে নেমে হেঁটে হেঁটেই আন্ডারপাস অতিক্রম করতে হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা আশ্বাস দিলেও এই সমস্যার কোনো সমাধান করতে পারেননি।


আজ ফের জাবরাভিটা আন্ডারপাস পরিদর্শনে আসেন এসজেডিএ এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী।ছাত্র ছাত্রীদের দুর্ভোগ কমাতে তিনি বলেন,  আজ থেকে এখানে পুলিশ মোতায়েন থাকবে। আমাদের এজেন্সিকে বলেছি দ্রুত গার্ড দিয়ে কাজটা করতে।

ছাত্রছাত্রীরা জানায়, রাস্তার পরিস্থিতি খুব খারাপ, ম্যানহোল খোলা অবস্তায় রয়েছে। অনেকে চলাচল করতে গিয়ে পড়ে যাচ্ছে রাস্তায়। প্রতিদিন স্কুল-কলেজে যাওয়ার সময় যানজট থাকে রাস্তায়। টোটো ও বিভিন্ন গাড়ি জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করে।


স্থানীয় এক বাসিন্দা জানান, গাড়ির চাকা গর্তে আটকে যায়।প্রশাসন সঠিকভাবে দেখাশোনা করে না।যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomcasibom girişCASİBOMCasibomholiganbet girişcasibom girişCasibomcasibomjojobetcasibomcasibom güncel girişcasibomcasibom girişcasibom girişcasibom girişCasibom Girişcasibomcasibomcasibom 780JOJOBETjojobetgirişi jojobetjojobet giriş