শিলিগুড়ি,১ জুনঃ বেহাল অবস্থা ঠাকুর পঞ্চানন বর্মার পূর্ণাঙ্গ মূর্তির।পার্কের দেখভালও ঠিকভাবে করা হয় না।অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে তার পাশের আইল্যান্ডগুলো।এমনই অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।
বৃহস্পতিবার এসজেডিএ এবং শিলিগুড়ি পুরনিগমকে কাঠগড়ায় তুলে মনিষী ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি পরিষ্কারে ময়দানে নামলেন খোদ বিধায়ক শংকর ঘোষ।এদিন সাত সকালে নৌকাঘাট মোড় সংলগ্ন এলাকায় ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি পরিষ্কারের পাশাপাশি জঙ্গল সাফাইয়ে নামেন শঙ্কর ঘোষ,শিখা চ্যাটার্জী এবংআনন্দময় বর্মন সহ দলীয় কর্মীরা।
এদিন বিধায়ক শংকর ঘোষ বলেন, পানীয় জল সংক্রান্ত বিষয়ে এসেছিলাম।এখানে এসে দেখলাম আমাদের উত্তরবঙ্গের গর্ব মনিষী পঞ্চানন বর্মার মূর্তির আশেপাশে আগাছায় ভরে গেছে।এত বড় কাজ একদিনে করা সম্ভব নয়।মূর্তি পরিষ্কারে আমরা হাত দিয়েছি।আমরা সকলেই নাগরিক।আমাদের সকলেরই দায়িত্ব রয়েছে।একইসঙ্গে পুরনিগম এবং এসজেডিএ-কে কটাক্ষ করে তিনি বলেন, হাজার কাজের ভিড়ে হয়তো তারা সময় দিতে পারে না।তাই আমাদের কাজে নামতে হয়েছে।
অন্যদিকে বিধায়ক শঙ্কর ঘোষের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তীকে প্রশ্ন করা হলে তিনি ফোনে আমাদের প্রতিনিধিকে জানান, শংকর বাবু যদি ওখানকার গাছগুলোকে আগাছা বলেন তাহলে মুশকিল। ওখানে গাছ এবং ঘাস লাগানো রয়েছে। নিয়মিত সেখানে জল দেওয়া হয়। আমাদের সেখানে সিকিউরিটি গার্ডও রয়েছে।ঘাস ছাটাই করা হয় এবং নিয়মিত পরিচর্যাও করা হয়।এছাড়াও সেখানে অনুষ্ঠানও হয়।