বেহাল অবস্থা রাস্তার, সমস্যায় রাজগঞ্জের  গুয়াবাড়ি সহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের বাসিন্দারা

রাজগঞ্জ, ২৮ মেঃ বেহাল অবস্থা রাস্তার।সমস্যায় রাজগঞ্জের  গুয়াবাড়ি ও তার পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের বাসিন্দারা। 


সূত্রের খবর, রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের গুয়াবাড়ি, গধেয়াগছ, ভান্ডারিগছ ও সুরুবাড়ি গ্রামের রাস্তাগুলি কাঁচা।গ্রীষ্মের মরশুমে ধুলাবালি ও বর্ষাকালে জলকাদায় নাজেহাল হতে হয় বাসিন্দাদের।

বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় প্রশাসনের কাছেও একাধিকবার বিষয়টি নিয়ে বলা হয়েছে।তারপরও কেউ কোনো উদ্যোগ গ্রহণ করেননি।বেহাল রাস্তার জন্য গ্রামের কৃষকদের উৎপাদিত ফসল বাজারে নিতে চরম সমস্যায় পড়তে হচ্ছে। 


স্থানীয় বাসিন্দা আব্বাস মহম্মদ বলেন, গত ২০১৭ সালে তৎকালীন সাংসদ বিজয়চন্দ্র বর্মন বন্ধুনগর এলাকার ঈদগাহ থেকে গুয়াবাড়ি গ্রাম পর্যন্ত একটি চার কিলোমিটার পাকা রাস্তা করার কথা ঘোষণা করেছিলেন।পরবর্তীতে জেলা পরিষদের তত্ত্বাবধানে সাংসদ তহবিলের অর্থে পাকা রাস্তার কাজ শুরু হয়।কিন্তু অজ্ঞাত কারণে মাত্র আড়াই কিলোমিটার রাস্তা তৈরি করার পর বন্ধ হয়ে যায়।কেন রাস্তাটি পাকা করা হল না  তা নিয়ে বাসিন্দারা প্রশ্ন তুলেছেন ।

এব্যাপারে জলপাইগুড়ি জেলা পরিষদের কো-মেন্টর অহিদার রহমান বলেন, সাংসদ তহবিল থেকে মাত্র ২ কিলোমিটার ৩০০ মিটার রাস্তা পাকা করার জন্য অর্থ বরাদ্দ করা হয়।সেই অনুযায়ী কাজ করা হয়েছে।তবে সাড়ে ৮ কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করার জন্য কৃষিজ বিপণন দপ্তরের প্রয়োজনীয় নথি জমা দেওয়া হয়েছে।আশা করি শীঘ্রই রাস্তাগুলি পাকা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişcasino siteleriDeneme Bonuslarcasibom 726Onwincasibom girişbahsegel girişcasino sitelericasibom giriscasibomholiganbetbets10 günceljojobet girişgrandpashabetjojobetgrand pasha betgrandpashabet girişcasibom girişjojobetjojobet giriş