বেলাকোবা উচ্চ বিদ্যালয়ে যুব সংসদ প্রতিযোগিতার আয়োজন

রাজগঞ্জ, ২৬ আগস্টঃ বেলাকোবা উচ্চ বিদ্যালয়ে যুব সংসদ প্রতিযোগিতার আয়োজন করা হল।শুক্রবার রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত আটটি বিদ্যালয়কে নিয়ে এই যুব সংসদ প্রতিযোগিতার আয়োজন করা হয়।


জানা গিয়েছে, এদিন আমবাড়ি ফালাকাটা চিন্তামোহন উচ্চবিদ্যালয়, বেলাকোবা উচ্চ বিদ্যালয়, ফাটাপুকুর সারদামণি উচ্চ বিদ্যালয়, ফুলবাড়ি হাইস্কুল, কেবলপাড়া হাইস্কুল,মান্তাদাড়ি হাইস্কুল, রাজগঞ্জ মহেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় ও সালুগাড়া হাইস্কুল এই যবু সংসদে অংশগ্রহণ করে।এই যুব সংসদ প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা স্পিকার, মন্ত্রী, সাংসদ সেজে যুব সংসদে অংশগ্রহণ করে।

রাজ্য সরকারের পক্ষ থেকে ব্লকে ব্লকে এই প্রতিযোগিতার আয়োজন করার মূল কারণ ছাত্রছাত্রীদের মধ্যে সংসদীয় গণতন্ত্র সম্পর্কে চেতনা বৃদ্ধি করা।এছাড়া লোকসভা, রাজ্যসভা, বিধানসভা কিভাবে চলে সে সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা ও ভবিষ্যতে যাতে পড়ুয়ারা সু-নাগরিক হিসেবে গড়ে উঠে সেই সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া।


এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক  খগেশ্বর রায়, ডিপিএসসি’র চেয়ারম্যান লক্ষমোহন রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাধিপতি পূর্ণিমা রায়, অরিন্দম ব্যানার্জি, রুপালি দে সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *