আজ থেকে খুলে গেল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক

শিলিগুড়ি, ২ অক্টোবরঃ আজ থেকে খুলে গেল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক।প্রথম দিন থেকেই পার্কে পর্যটকদের আগমন শুরু হয়েছে।সমস্ত সুরক্ষাবিধি মেনেই পর্যটকদের ভেতরে প্রবেশ করানো হচ্ছে।পার্কের প্রধান গেটে থার্মাল স্ক্রিনিং, স্যানিটাইজ এর ব্যবস্থা করা হয়েছে।


সম্প্রতি পার্ক খোলার জন্য রাজ্যের বনদপ্তরের তরফে গাইডলাইন প্রকাশ করা হয়েছে।সেই গাইডলাইন অনুযায়ী পার্কে প্রবেশের টিকিট অনলাইনের মাধ্যমে কাটতে হবে।সাফারির জন্য মোট ১০টি বাস চলবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই যাত্রীদের বসানোর ব্যবস্থা করতে হবে।তবে বন্ধ থাকবে হাতি সাফারি।এর পাশাপাশি একদিনে পার্কে ৩ হাজার পর্যটক প্রবেশ করতে পারবেন।অন্যদিকে,পার্কের ভেতরে যেসকল রেস্তোরা রয়েছে সেগুলিতে একসঙ্গে ৩০ জন প্রবেশ করতে পারবেন।


এই বিষয়ে বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর বাদল দেবনাথ বলেন, সমস্ত সুরক্ষাবিধি মেনে আজ থেকে সাফারি পার্ক খুলে দেওয়া হল।পার্কের ভেতরে সামাজিক দূরত্ব, মাস্ক, স্যানিটাইজিং এর বিষয়টি নিয়ে নজরদারি চলবে।

প্রসঙ্গত, করোনা ও লকডাউনের জেরে প্রায় ৬ মাস ধরে বন্ধ ছিল বেঙ্গল সাফারি পার্ক।এরফলে প্রচুর ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয় পার্ক কর্তৃপক্ষকে।এদিকে পুজোর আগে পার্ক খুলে যাওয়ায় খুশি পর্যটকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *