বেঙ্গল সাফারিতে ক্যাঙারু দর্শনের সুযোগ, খুশি পর্যটকমহল  

শিলিগুড়ি, ১৫ মেঃ বেঙ্গল সাফারি পার্কের নতুন অতিথিদের দেখতে পারবেন পর্যটকরা।এমনই সুযোগ করে দিল বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ।জানা গিয়েছে, গত মাসে উদ্ধার হওয়া ক্যাঙারুশাবক গুলিকে এবারে দেখতে পারবেন পর্যটকেরা।পার্ক কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে খুশি পর্যটকমহল।নতুন অতিথিদের জন্য পার্কের আকর্ষণ আরও বাড়বে বলেও আশাবাদী পার্ক কর্তৃপক্ষ।


প্রসঙ্গত,গত ১ এপ্রিল শিলিগুড়ি সংলগ্ন বৈকুন্ঠপুর ডিভিশনের গজলডোবা এবং ফাঁড়াবাড়ি থেকে উদ্ধার হয় তিনটি ক্যাঙারু শাবক।বেঙ্গল সাফারিতে চিকিৎসা চলছিল ক্যাঙারু শাবকগুলির।কিছুদিন পরে তিনটি শাবকের মধ্যে একটির মৃত্যু হয়।এরপর বাকি দুটি শাবক সুস্থ হয়ে উঠলে তাদের এনক্লোজারে রাখা হয়।সেখানেই নজরদারিতে ছিল ক্যাঙারু শাবকদুটি।বর্তমানে তারা পুরোপুরি সুস্থ হয়ে ওঠায় পর্যটকদের দেখার সুযোগ করে দিল পার্ক কর্তৃপক্ষ।ক্যাঙারু দেখার জন্য টিকিটও ধার্য করা হয়েছে।

এই বিষয়ে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, ক্যাঙারু শাবকদুটি এখানকার পরিবেশের সঙ্গে অনেকটাই মানিয়ে নিয়েছে।এখন থেকে পর্যটকরা ক্যাঙারু দেখতে পারবেন।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *