বেঙ্গল সাফারির কাছে এবার রেস্ট হাউস! থাকতে পারবেন পর্যটকেরা

শিলিগুড়ি,২৯ ডিসেম্বরঃ বেঙ্গল সাফারি পার্কে বাইরে পর্যটকদের জন্য এবার তৈরি হতে পারে রেস্ট হাউস।যে সমস্ত পর্যটকেরা শিলিগুড়ির বাইরে ঘুরতে যেতে চান তারা এই রেস্ট হাউসে থেকে বেঙ্গল সাফারি ঘুরতে পারবেন এবং পরবর্তীতে সিকিম কিংবা দার্জিলিং,কালিম্পং যেতে পারবেন।


বৃহস্পতিবার শিলিগুড়িতে আসেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।এদিন শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে বনকর্তাদের পাশাপাশি শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তীর সঙ্গে আলোচনা করেন।সেখানে বেশকিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়।পাশাপাশি বেঙ্গল সাফারিকে কিভাবে আরও পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলা যায় তা নিয়ে বৈঠক করা হয়।বৈঠকের পর মন্ত্রী জানান, বেঙ্গল সাফারিতে বাইরে পর্যটকদের জন্য রেস্ট হাউস করার পরিকল্পনা রয়েছে।এ ব্যাপারে কেন্দ্রীয় জু অথরিটির অনুমোদন প্রয়োজন।তাদের অনুমোদন পেয়ে গেলেই এই রেস্ট হাউস করা হতে পারে যেখানে পর্যটকেরা থাকতে পারবেন এবং বেঙ্গল সাফারি ঘুরে তারা পরবর্তীতে সিকিমে যেতে পারবেন।

অন্যদিকে রাজ্যজুড়ে বিভিন্ন যে বনবাংলোগুলি রয়েছে সেগুলিকেও আধুনিকীকরণ করা হবে বলে এদিন জানান বনমন্ত্রী।এছাড়াও বিভিন্ন অভয়ারণ্যে এই বনবাংলোগুলির সংখ্যা বাড়ানো যায় কিনা সে ব্যাপারেও বনদপ্তর চিন্তাভাবনা করছে বলে জানান বনমন্ত্রী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *