বেড়াতে এসে হেনস্তার শিকার দম্পতি, আটক ১ কর্মী

শিলিগুড়ি, ৩ মেঃ সিকিম বেড়াতে এসে হেনস্তার শিকার হলেন মুর্শিদাবাদের এক দম্পতি।দম্পতির অভিযোগের ভিত্তিতে ট্যুর অপারেটরের এক কর্মীকে আটক করেছে এনজেপি থানার পুলিশ।


জানা গিয়েছে, মুর্শিদাবাদের এক দম্পতি শিলিগুড়িতে এসে এনজেপি’র এক ট্যুর অপারেটরের কাছ থেকে সিকিম ভ্রমণের ট্যুর বুকিং করেছিলেন।বুকিংয়ের জন্য ৭,৫০০ টাকা অগ্রিমও দিয়েছিলেন তারা।দম্পতির অভিযোগ, সিকিমে পৌঁছে তাদেরকে বিভিন্নভাবে হেনস্তার শিকার হতে হয়।সেখানে গিয়ে আরও বাড়তি টাকা দিতে হয় বলে অভিযোগ।এরপর মঙ্গলবার শিলিগুড়িতে ফিরে এনজেপি থানায় সংশ্লিষ্ট ট্যুর অপারেটরের বিরুদ্ধে  অভিযোগ দায়ের করেন দম্পতি।সেই অভিযোগের ভিত্তিতে এনজেপি থানার পুলিশ ট্যুর অপারেটরের এক কর্মীকে  আটক করে থানায় নিয়ে আসে।এরপরই পুলিশের মধ্যস্থতায় সংশ্লিষ্ট ট্যুর অপারেটর ওই দম্পতির কাছ থেকে নেওয়া টাকা ফিরিয়ে দেয়।

এই ধরণের ঘটনার নিন্দা প্রকাশ করেন ট্যুর অপারেটর সম্রাট স্যানাল।তিনি জানান, মাঝে মধ্যেই কিছু ট্যুর অপারেটরের এমন কর্মকান্ডে প্রতারিত হচ্ছেন পর্যটকেরা।এর প্রভাব পড়ছে পর্যটন ব্যবসায়।এই ধরনের পর্যটক হয়রানী রুখতে শীঘ্রই হেল্প লাইন নম্বর চালু করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *