শিলিগুড়ি, ১ জুলাইঃ বিধিনিষেধের মধ্যে ছাড় মিলতেই বৃহস্পতিবার থেকে শুরু হল বাস পরিষেবা। এদিন সকাল থেকেই শিলিগুড়ির তেনজিং বাসস্ট্যাণ্ডে ছিল যাত্রীদের ভিড়। অন্যদিকে বেসরকারি বাস না থাকায় নাজেহাল হতে হয় যাত্রীদের। তেলের মূল্যবৃদ্ধি ও ৫০ শতাংশ যাত্রীদের নিয়ে বাস চালানোর কথা বলা হয়েছে। তাতে যাত্রী ভাড়া না বাড়ালে বাস চালানো সম্ভব নয় বলে জানিয়েছে বেসরকারি বাস সংগঠনগুলি।
ভাড়া বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবার থেকে শহরের রাস্তায় বেসরকারি বাস নামেনি। এতেই তেনজিং নোরগে বাসস্ট্যান্ডে এনবিএসটিসি এর বাসের জন্য লম্বা লাইনে দাড়াতে হয় যাত্রীদের। টিকিট বুকিং কাউন্টারে সকাল থেকে লম্বা লাইন ছিল যাত্রীদের। কয়েক ঘণ্টা লাইনে দাড়িয়ে টিকিট পান যাত্রীরা।পাহাড়ের জন্য গাড়ি, ট্যাক্সি চলাচল এদিন থেকে শুরু হলেও সেখানে ভাড়া বাড়ানো হয়েছে। আবার যাত্রী কম থাকায় সমস্যায় পড়েছেন চালকেরাও।