বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবি নিয়ে কাজ বন্ধ রাখলেন শিকারপুর চা বাগানের কর্মীরা

রাজগঞ্জ,১ জুনঃ বেতন বৃদ্ধি সহ কয়েক দফা দাবি নিয়ে কাজ বন্ধ রাখলেন শিকারপুর চা বাগানের স্টাফ ও সাবস্টাফরা।বুধবার রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের শিকারপুর চা বাগানের কারখানার সামনে বিক্ষোভ দেখান কর্মীরা।


এই বিষয়ে বাগানের হেড ক্লার্ক ফণীন্দ্রনাথ দাস বলেন, স্টাফ ও সাবস্টাফদের বেতন বৃদ্ধির মূল দাবি নিয়েই আমাদের এই স্ট্রাইক চলছে।আমাদের এই স্ট্রাইক গতকাল থেকে শুরু হয়েছে।গতকাল আমরা গেট মিটিং করে ওদলাবাড়িতে অনশনে অংশগ্রহন করেছিলাম।আজ আমরা ১০ দফা দাবি নিয়ে স্টাফ ও সাবস্টাফরা স্ট্রাইক করছি। স্টাফ ও সাবস্টাফদের বেতন বৃদ্ধি করতে হবে, আমাদের চাকরির মেয়াদ ৫৮ বছর থেকে ৬০ বছর পর্যন্ত করতে হবে, নতুন করে স্টাফ ও সাবস্টাফ নিয়োগ করতে হবে সহ নানা দাবিতে আমাদের এই স্ট্রাইক।আমাদের এই দাবি না মানা হলে আগামী ৭ জুন থেকে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *