নার্সিংহোমে ভাঙচুরের অভিযোগে গ্রেফতার ২, থানা ঘেরাও করে বিক্ষোভ সিপিআইএম এর

শিলিগুড়ি, ২০ ডিসেম্বরঃ রবিবার রাতে গার্লফ্রেন্ডকে ম্যাসেজ করা নিয়ে বিবাদের জেরে এক যুবককে খুনের ঘটনা ঘটে।সেই যুবকের মৃত্যুতে সোমবার সকালে একটি নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর চালানো হয়। সঠিক চিকিৎসা হয়নি এই অভিযোগে নার্সিংহোমে ভাঙচুর করা হয়।ঘটনার পর শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী এবং এসিপি শুভেন্দ্র কুমার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


এদিকে নার্সিংহোমে ভাঙচুরের ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন পুলিশ কমিশনার।এরপরই ভক্তিনগর থানার পুলিশ দুজনকে আটক করে।নার্সিংহোম ভাঙচুরের অভিযোগে পরে তাদের গ্রেফতার করা হয়।ধৃতদের নাম সুরেন্দ্র শর্মা এবং বুলেট সিং।আজ তাদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।গ্রেফতার দুই অভিযুক্ত সিপিআইএম নেতা বলে জানা গিয়েছে।এই দুজন গ্রেফতার হওয়ার পরই দার্জিলিং জেলা সিপিআইএম কমিটির তরফে সুরেন্দ্র শর্মা এবং বুলেট সিংকে মুক্তির দাবিতে আজ ভক্তিনগর থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করা হয়।রাজনৈতিক উদ্দেশ্যেই সিপিআইএম এর দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ তোলেন তারা।

এই বিষয়ে সিপিআইএম নেতা দিলীপ সিং বলেন, গতকাল যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল তারা।সেখানে বিক্ষুব্ধ জনতা নার্সিংহোমে ভাঙচুর চালায়, কিন্তু পুলিশ সেই ভিড়ের মধ্যে শুধুমাত্র দুজন সিপিআইএম এর নেতাকেই নার্সিংহোম ভাঙচুর করতে দেখেছে।তিনি আরও বলেন, ভক্তিনগর এলাকায় অপরাধের ঘটনা বেড়েছে।পুলিশ অপরাধ রুখতে ব্যর্থ।


এদিকে সিপিআইএম নেতা সমন পাঠকও দুই নেতার গ্রেফতারের ঘটনার নিন্দা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *