শিলিগুড়ি পুরনিগমের তরফে ভানুভক্তের ২০৭ তম জন্মজয়ন্তী পালন

শিলিগুড়ি,১৩ জুলাইঃ শিলিগুড়ি পুরনিগমের তরফে আদি কবি ভানুভক্তের ২০৭ তম জন্মজয়ন্তী পালন করা হল।এদিন শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনালে ভানুভক্তের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়।


এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর সদস্য রঞ্জন সরকার, অলক চক্রবর্তী,  বিবেক বৈদ এবং শিলিগুড়ি পুরনিগমের কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়া।এছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং নান্টু পাল।

এদিন রঞ্জন সরকার বলেন, প্রতি বছরের মত এবছরও শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে নেপালী কবি ভানুভক্তের জন্মজয়ন্তী পালন করা হল।পৃথিবীতে যতদিন সূর্য চাঁদ থাকবে ততদিন মানুষের মনে থাকবেন তিনি।আজ একটি বিশেষ দিন যার কারণে দার্জিলিং জেলাতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।তিনি শুধুমাত্র কবি ছিলেন না তিনি সমাজসেবী হিসেবেও সমাজকে সবসময় ভালো পথে পরিচালনা করার চেষ্টা করেছেন।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *