শিলিগুড়ি, ২৬ জানুয়ারিঃ ভারত বিকাশ পরিষদের তরফে পালিত হল ৭৪তম প্রজাতন্ত্র দিবস।
এদিন ভারত বিকাশ পরিষদের পক্ষ থেকে খালপাড়ায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।দেশের জাতীয় পতাকা উত্তলন করেন সংগঠনের প্রচারক লক্সি নারায়ন ভাল্লা।
এছাড়া উপস্থিত ছিলেন অধক্ষ্য রাজেন্দ্র জি গুপ্তা,সম্পাদক কৈলাশ কানদই সহ অন্যান্যরা।পতাকা উত্তোলনের পর কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।