অবৈধভাবে ভারতে প্রবেশের আগে গ্রেফতার বাংলাদেশী ও নেপালের নাগরিক

খড়িবাড়ি, ২৭ মার্চঃ খড়িবাড়ির ভারত নেপাল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের আগে এসএসবির হাতে গ্রেফতার হল এক বাংলাদেশী এবং নেপালের এক নাগরিক।ধৃত দুজনের নাম আলমগীর হোসেন(৩৪) বাংলাদেশের বাসিন্দা এবং অনুপ তামাং(৩২) নেপালের কাকরভিটার বাসিন্দা।


জানা গিয়েছে, মঙ্গলবার নেপালের বাসিন্দা ওই ব্যক্তি বাংলাদেশী নাগরিককে নিয়ে অবৈধভাবে নেপাল থেকে ভারতে সীমান্ত পারাপারের চেষ্টা করছিল।সেইসময় এসএসবি’র ৪১ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের হাতে ধরা পড়ে দুজন।তাদের জিজ্ঞাসাবাদ করলে আলমগীর হোসেন স্বীকার করে সে বাংলাদেশের বাসিন্দা।পাশাপাশি বাংলাদেশী নাগরিককে ভারতে প্রবেশে সহযোগিতা করার অভিযোগে নেপালের নাগরিককেও গ্রেফতার করা হয়।

এরপর ধৃতদের খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়।ধৃত দুজনকে আজ শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *