খড়িবাড়ি, ২৮ নভেম্বরঃ অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ভারত-নেপাল সীমান্তে গ্রেফতার হয়েছে পাকিস্তানি এক মহিলা।আজ ফের আদালতে পেশ করার আগে ভারতে থাকার কাতর আর্জি জানালেন পাকিস্তানি মহিলা শায়েস্তা হানিফ।
জানা গিয়েছে, মঙ্গলবার খড়িবাড়ি থানা থেকে আদালতে যাওয়ার আগে নিজেকে নির্দোষ বলে দাবী করেন মহিলা।
মহিলা জানান, রক্তের টানে ভারতে আসতে চেয়েছিলাম।ভারতের ভিসা না পেয়ে নেপাল হয়ে আসার চেষ্টা করি।তবে সেইদিন ভারতে প্রবেশ করিনি।ভারতের মাটিতে পা চলে আসার অভিযোগে আমাকে গ্রেফতার করা হয়েছে।ভারতে থাকার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানান তিনি।মহিলা আরও জানান, সীমা হায়দারকে যদি ভারতে থাকার স্বীকৃতি দেওয়া হয় তবে আমাকেও দেওয়া হোক।আমি ভারতে ছিলাম, আমার বোনের সঙ্গে থাকতে চাই।