লকডাউনের প্রায় আড়াই মাস পর ভুটান থেকে ভারতে ফিরলেন ৯৬ জন পরিযায়ী শ্রমিক

আলিপুরদুয়ার, ২ জুনঃ করোনার জেরে লকডাউনের প্রায় আড়াই মাস পর বাড়ি ফিরলেন ভারতের ৯৬ জন পরিযায়ী শ্রমিক।


জানা গিয়েছে, লকডাউনের জেরে শ্রমিকরা আটকে পড়েন ভুটানে।মঙ্গলবার ভারত-ভুটান মৈত্রী চুক্তি মেনে ওই ৯৬ জন পরিযায়ী শ্রমিককে রাজ্য সরকারের হাতে ফিরিয়ে দেয় ভুটান অভিভাসন দপ্তর।

ভুটানে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের মধ্যে আলিপুরদুয়ার জেলার ৩১ জন, জলপাইগুড়ি জেলার ৫ জন, কোচবিহার জেলার ৫১ জন, কলকাতার ২ জন, দক্ষিণ ও উত্তর ২৪ পরগণার ২ জন বাসিন্দা রয়েছেন বলে সূত্রের খবর।


মঙ্গলবার ওই  শ্রমিকদের স্বাগত জানাতে জয়গাঁর ভুটান গেটে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলাপরিষদের মেন্টর মোহন শর্মা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Casibom GirişJojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslar