শিলিগুড়ি, ১৯ আগস্টঃ রাতে স্ত্রীর সঙ্গে বিবাদ।এরপর সকালে উদ্ধার হল স্বামীর ঝুলন্ত দেহ।শুক্রবার সকালে ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি পুরনিগমের ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাঘাযতীন কলোনি এলাকায়।মৃতের নাম শঙ্কর বনিক।
জানা গিয়েছে, ৩ বছর আগে বিয়ে হয় শঙ্কর বনিকের।বিয়ের কিছুদিন পরেই শুরু হয় পারিবারিক বিবাদ।গতকাল রাতেও স্ত্রীর সঙ্গে বিবাদ হয় তার।এরপর আজ সকালে অনেক ডাকাডাকি করার পরও কোনো সাড়া না পাওয়ায় জানালা দিয়ে তার ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা।ঘটনার খবর দেওয়া হয় প্রধাননগর থানার পুলিশকে।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
মৃতের বাবা জানান, বেশকিছুদিন ধরেই স্ত্রীর সঙ্গে ঝগড়া চলছিল শঙ্করের।শুধু তাই নয় শঙ্করের স্ত্রী তার বাপের বাড়ির লোকেদের ডেকে ঝামেলা ও শঙ্করকে মারধরও করে বলে অভিযোগ করেন তিনি।
অন্যদিকে মৃতের স্ত্রীয়ের এক আত্মীয় জানান, বিয়ের পর সব ঠিকই ছিল।কিছুদিন আগেই শঙ্করের ব্যবহারে পরিবর্তন দেখা যায়।শঙ্করের অবৈধ কোনো সম্পর্ক ছিল বলে অভিযোগ করেন তিনি।এই কারণেই দুজনের মধ্যে বিবাদ হতো।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গার্গী চ্যাটার্জি।তিনি বলেন, এই ঘটনা খুবই দুঃখজনক।পারিবারিক বিবাদের কারণেই এই ঘটনা ঘটেছে।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।