ঝকঝকে বিধান মার্কেট করতে গিয়ে বিক্ষোভের মুখে ডেপুটি মেয়র!

শিলিগুড়ি, ২৮ এপ্রিল: বিধান মার্কেটে রাস্তা, ফুটপাত দখল করে ব্যবসা। দোকানের সামনে লাগানো প্লাস্টিক। ঝকঝকে বিধান মার্কেট করতে যেতেই ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে পড়তে হল ডেপুটি মেয়র রঞ্জন সরকারকে।


বৃহস্পতিবার সকালে ক্ষুদিরামপল্লী, বিধান মার্কেটে যান ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পারিষদ মানিক দে ও বরো চেয়ারম্যান মহম্মদ আলম খান। বেশকিছু দোকানের সামগ্রী রাস্তা ও ফুটপাত জুড়ে থাকায় সেগুলি সরিয়ে দেওয়া হয়। দোকানের সামনে লাগানো ত্রিপল, প্লাস্টিক পুরনিগমের কর্মীরা খুলতেই ডেপুটি মেয়রকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে ব্যবসায়ীরা। যদিও অভিযান থমকে যায়নি। পরে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ সেখানে আসে।

এদিন ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান, ফুটপাত, রাস্তা দখল করা যাবে না। দোকানের সামনে প্লাস্টিক লাগানো গাড়ি ঢুকতে সমস্যা হয়। বরোভিত্তিক বিভিন্ন বাজারে অভিযান চলবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSJOJO