ফাঁসিদেওয়া, ৪ ডিসেম্বরঃ বাঁশ ঝাড় থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার।ঘটনায় চাঞ্চল্য ছড়াল ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর সংলগ্ন জয়েন্তিকা চা বাগানের কেউটালাইন এলাকায়।মৃত যুবকের নাম শিশির কুজুর(২২) লিম্বুলাইনের বাসিন্দা।
জানা গিয়েছে, শনিবার রাতে চা বাগানের কেউটালাইনে বাঁশ ঝাড়ে যুবকের ঝুলন্ত দেখতে পান স্থানীয়রা। এরপর খবর দেওয়া হয় বিধাননগর থানার পুলিশকে। খবর পেয়ে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতাল পাঠায়।
গোটা ঘটনা তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ।