শিলিগুড়ি,৪ জানুয়ারিঃ দোকানের বাইরে রাস্তার ওপরেই নামিয়ে রাখা হয় জিনিসপত্র, যার ফলে অসুবিধায় পড়তে হয় ক্রেতা ও পথচলতি মানুষদের। এমনই ঘটনা রোজ চলছে শিলিগুড়ি বিধান মার্কেটে।
এইভাবে রাস্তা দখল করে জিনিস রাখার ফলে স্বাভাবিকভাবেই যানযটেরও সৃষ্টি হচ্ছে। এই রাস্তা দখল রুখতে আজ বিধান মার্কেট ব্যাবসায়ী সমিতির তরফে এক বিশেষ অভিযান করা হয়। সমিতির সভাপতি বাপি সাহা জানান, প্রায় মাসখানেক আগেই ব্যাবসায়ীদের সাবধান করা হয়েছিল যাতে তারা রাস্তা দখল করে দোকানের জিনিস রাস্তায় না রাখেন। তবে কোনও সাড়া পাওয়া যাচ্ছিল না ব্যাবসায়ীদের তরফে যার ফলে আজ অভিযানে নামেন তারা। অভিযানে নেমে রাস্তার দুইপাশ থেকে সরিয়ে দেওয়া হয় সমস্ত জিনিসপত্র, পাশাপাশি ব্যাবসায়ীদের সাবধানও করা হয় যাতে এই ঘটনা আগামীতে না ঘটে।
অন্যদিকে এক ব্যাবসায়ী অরূপ নন্দী জানান, ব্যাবসায়ী সমিতির তরফে নেওয়া এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এর ফলে যানযটের পরিমান অনেকটা কমবে। তারা চেষ্টা করবেন যাতে রাস্তাকে এভাবেই ফাঁকা রাখা যায়।
বহুদিন ধরেই বিধান মার্কেটে অবৈধভাবে রাস্তাদখল করে ব্যাবসায়ীরা ব্যাবসা করছেন, আগেও বহুবার অভিযান চালানো হয়েছে। তবে এই সমস্যার নির্দিষ্ট কোনো সমাধান এখনও পাওয়া যায়নি। যার ফলে ভুগতে হয় মার্কেটে আসা ক্রেতা ও পথচলতি সাধারণ মানুষদের।