দিনহাটায় প্রাথমিক বিদ্যালয়ে উদ্ধার বোমা তৈরির সরঞ্জাম, চাঞ্চল্য

কোচবিহার,২১ মার্চঃ  সাতসকালে  দিনহাটা ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের খারিজা ফলিমারি এপি প্রাথমিক বিদ্যালয়ে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য।


জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ছাত্র-ছাত্রীরা দেখতে পায় বিদ্যালয়ের ঘরের বারান্দায় বোমা তৈরির সরঞ্জাম পড়ে রয়েছে।এরপর শিক্ষকেরা পুলিশে খবর দেয়।দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে  বোমার সরঞ্জামগুলি উদ্ধার করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ কমল বর্মন জানান, আজ যখন তিনি বিদ্যালয়ে আসেন তখন একটি ছাত্র এসে তাকে জানায় যে তারা বোমা তৈরি সরঞ্জামের মতো কিছু জিনিস দেখতে পেয়েছে।বিষয়টি শোনার পরেই সেগুলি পর্যবেক্ষণের জন্য ছুটে যান তিনি ও অন্যান্য শিক্ষকেরা। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। বিদ্যালয়ে চত্বরে বোমা তৈরির এমন সরঞ্জাম উদ্ধারের ঘটনায় তারা যথেষ্ট আতঙ্কিত।


এদিকে জানা গিয়েছে, ওই স্কুলে লাগোয়া এলাকায় আজ তৃণমূলের বুথ সম্মেলন রয়েছে।ওকরাবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সুজাহান আলির অভিযোগ, কিছু দুষ্কৃতী ও সমাজ বিরোধীরা তাদের সম্মেলনকে বানচাল করতে এই কান্ড করেছেন।

অন্যদিকে বিজেপি’র কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় বোমা বানানোর সরঞ্জাম পাওয়া নিয়ে তৃণমূলকে আক্রমণ করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSCASİBOM GİRİŞ