শিলিগুড়ি,২৭ সেপ্টেম্বরঃ বিহারে পাচারের আগে শিলিগুড়িতে উদ্ধার লক্ষাধিক টাকার গাঁজা।ঘটনায় গ্রেফতার দুই।ধৃতদের নাম রঞ্জিত কুমার ও মতিলাল গাওলা।রঞ্জিত বিহার এবং মতিলাল ত্রিপুরার আগরতলার বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ড নম্বরের একটি গাড়িতে করে এই গাঁজা আগরতলা থেকে বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল।গোপন সূত্রের মাধ্যমে বিষয়টি জানতে পেরে রবিবার সন্ধ্যায় ফুলবাড়ির গঠমাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে গাঁজা বোঝাই গাড়িটিকে আটক করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।গাড়িটিতে তল্লাশি চালিয়ে গোপন চেম্বার থেকে প্রায় ৪৩ কিলো গাঁজা উদ্ধার করা হয়।যার আনুমানিক বাজারমূল্য ৫ লক্ষ টাকা।