শিলিগুড়ি, ১৯ মেঃ শিলিগুড়ির ছোট ও মাঝারি খুচরো ব্যবসায়ীদের নানা সমস্যা তুলে ধরে আগামী ২২শে মে অনুষ্ঠিত হতে চলেছে ত্রি-বার্ষিক সম্মেলন। এই সম্মেলনকে সফল করতে বৃহস্পতিবার বাঘাযতীন পার্ক থেকে একটি পদযাত্রা বের করে বৃহত্তর শিলিগুড়ি খুচরো ব্যবসায়ী সমিতি সদস্যরা।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে শপিং মল ও বিভিন্ন বড় বেসরকারি প্রতিষ্ঠানের ফলে ক্ষতির মুখে শিলিগুড়ির ছোট ও মাঝারি খুচরো ব্যবসায়ীরা। এছাড়াও পানীয় জল, সুলভ শৌচালয় এবং ট্রেড লাইসেন্স সহ একাধিক সমস্যাও রয়েছে তাদের। এই সমস্যাগুলি তুলে ধরতেই আগামী ২২ শে মে শিলিগুড়িতে দশম ত্রি-বার্ষিক সম্মেলন আয়োজন হতে চলেছে সেবক রোডে একটি হোটেলে।
এই বিষয়ে বৃহত্তর শিলিগুড়ি খুচরো ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব রায় মুহুরী বলেন, এই পদযাত্রা থেকে সকল ব্যবসায়ীকে সম্মেলনে থাকার আবেদন জানানো হলো। এটা খুচরো ব্যবসায়ীদের অস্তিত্বের লড়াই।
Komal