জিটিএ নির্বাচনের বিরোধিতা করে অনশনে বসলেন বিমল গুরুং

দার্জিলিঙ, ২৫ মেঃ জিটিএ নির্বাচনের বিরোধিতা করে দার্জিলিঙে অনশন শুরু করলেন গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং৷


বুধবার থেকে তিনি অনশনে বসেন৷ইতিমধ্যেই জিটিএ নির্বাচনের দিন ঘোষণা হয়েছে৷২৭মে বিজ্ঞপ্তি জারির কথা রয়েছে৷তার আগে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান ও জিটিএ নির্বাচনের বিরোধিতা করে অনশনে বসলেন বিমল গুরুং৷

এদিন অনশনে বসে বিমল গুরুং জানান, কেন্দ্রীয় ও রাজ্য সরকার পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের কথা জানিয়েছিল৷ কেন্দ্রের সরকারের প্রতি আমাদের আস্থা নেই৷ কিন্তু রাজ্য সরকারের প্রতি আমাদের আস্থা আছে৷ জিটিএ এর মাধ্যেমে পাহাড়ের সমস্যার সমাধান হবেনা৷এছাড়াও এদিন পাহাড়ের প্রতিটি দলকে একত্রিত হয়ে স্থায়ী রাজনৈতিক সমাধানের জন্য লড়াইয়ের কথা বলেছেন বিমল গুরুং৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *