কার্শিয়াঙে বিমল গুরুংয়ের বিরোধীতায় বিশাল মিছিল মোর্চার

শিলিগুড়ি,৩১ অক্টোবরঃ তিনবছর আত্মগোপন থাকার পর পুজোর আগে প্রকাশ্যে আসেন বিমল গুরুং। তারপর থেকেই বিমল গুরুংয়ের বিরোধীতায় পাহাড়ের একাধিক জায়গায় মিছিল বিনয়পন্থী মোর্চা নেতা কর্মীদের। এর আগে বিমল গুরুংয়ের বিরোধীতায় দার্জিলিং, কালিম্পঙে মিছিল বের হয়। শনিবার কার্শিয়াঙে গুরুংয়ের বিরুদ্ধে বিশাল মিছিল হয়। বিনয় তামাং ও অনিত থাপার সমর্থনে স্লোগান দেন মোর্চা নেতা কর্মী ও সমর্থকেরা। শান্ত পাহাড়কে গুরুং অশান্ত করেছে বলে তার বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় মিছিলে অংশগ্রহণকারীদের। এদিন মিছিল ঘিরে ব্যাপক পুলিশি নিরাপত্তাও ছিল। এদিনের মিছিলে কয়েকশো মোর্চা নেতা কর্মী ও সমর্থকেরা পা মেলান।


প্রসঙ্গত, পুজোর আগে কলকাতায় সাংবাদিক বৈঠক করে বিমল গুরুং বিজেপির সঙ্গে সম্পর্ক ভেঙে তৃণমূলের সঙ্গে ২০২১ এর বিধানসভা নির্বাচনে লড়ার কথা জানান। পাহাড়ের গোর্খাল্যান্ড আন্দোলনের সময় বিমলের বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয়।  তারমধ্যে বহু জামিন অযোগ্য ধারাও রয়েছে। এই অবস্থায় বিমল গুরুং প্রকাশ্যে আসলেও পাহাড়ে কবে ফিরবেন তা নিয়ে এখনও স্পষ্ট কিছু বলেননি। তারইমধ্যে তার বিরুদ্ধে মিছিলে ঘিরে পাহাড়ের রাজনীতি এখন বেশ সরগরম।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *