নিজে হৃদরোগী, বিনামূল্যে গাড়িতে করোনা রোগীদের পৌঁছে দেবেন হাসপাতালে

শিলিগুড়ি, ৩০ এপ্রিলঃ তিনি নিজে হৃদরোগী।অথচ সেই চিন্তা না করেই করোনা রোগীদের স্বার্থে এগিয়ে এলেন।নিজের গাড়িতে বিনামূল্যে রোগীদের পৌঁছে দেবেন হাসপাতাল, নার্সিংহোম।বহুবছর ধরে শিলিগুড়িতে থাকেন অশোক গুপ্ত ভায়া।হিলকার্ট রোডে হোটেল রয়েছে তার। হোটেলের বাইরে রাখা থাকে গাড়ি।এখন আর গাড়ির প্রয়োজন খুব একটা বেশী নেই।আর যেভাবে করোনা রোগীদের হাসপাতাল নার্সিংহোম পৌছাতে কিছু অ্যাম্বুলেন্স চালক মোটা ভাড়া চাইছে তাতে চিন্তায় পড়েছেন বহু মানুষ।সঠিক সময়ে রোগীরাও পৌঁছাতে পারছেন না হাসপাতালে।


সেকারণে অশোক বাবু সিদ্ধান্ত নিয়েছেন এবার সন্ধ্যের পর তিনি ও তার গাড়ি চালক গৌরাঙ্গ বিশ্বাস করোনা রোগীদের বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দেবেন৷ অবশ্যই পিপিই, মাস্ক, গ্লাভস পরে।রোগীর সঙ্গে আরও একজনের বসার ব্যবস্থাও রেখেছেন গাড়িতে।সকলকে বলছেন শহরে কোথাও মানুষ গাড়ি নিয়ে অসুবিধায় পড়লেই তাকে জানাতে।তবে হৃদরোগী হয়েও সামান্য আতঙ্কও নেই তার মধ্যে।

তিনি বলেন,  একদিন মরতে তো হবেই।মারা গেলে ভাল কাজ করেই মারা যাবো।ঘরে থেকেও অনেকে করোনায় আক্রান্ত হচ্ছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *