শিলিগুড়ির এই ওয়ার্ডে বিশেষ পুরস্কার, সামান্য কাজটি করলেই পাওয়া যাবে বিনামূল্যে চাল

শিলিগুড়ি, ১৪ নভেম্বরঃ এ যেন লটারি পাওয়ার মতো বিষয়। সামান্য এই টুকু কাজ করলেই এবার বিনামূল্যে পাওয়া যাবে কেজি কেজি চাল। সম্প্রতি শিলিগুড়িতে ডেঙ্গি রোধে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।


এবার অভিনব উদ্যোগ নিল শিলিগুড়ি পুরনিগমের ২০ নম্বর ওয়ার্ড কমিটি।বিভিন্ন সময়ে দেখা যায় ড্রেনগুলিতে প্রচুর প্লাটিকের মোড়ক জমে জল আটকে যাচ্ছে। সেখানে মশার লার্ভা জন্ম নিচ্ছে। এতে ডেঙ্গি মশাও জন্ম নিচ্ছে। যেকারণে ডেঙ্গির প্রকোপ রুখতে অভিনব উদ্যোগ নিলেন ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভয়া বসু। ওয়ার্ডবাসীদের জন্য এক বড় ঘোষণা করেছেন তিনি।রাস্তাঘাট, ড্রেনে পড়ে থাকা প্লাস্টিকের মোড়ক জমিয়ে সেগুলি ওয়ার্ড কমিটির কাছে জমা করলেই মিলে যাবে চাল।

কাউন্সিলর জানান, ১১৯ টি প্লাস্টিক মোড়ক জমা দিলে ১ কেজি করে চাল পাওয়া যাবে।মূল উদ্দেশ্য এভাবে পরিবেশকে বাঁচানো ও ডেঙ্গি আটকানো।


সোমবার ওয়ার্ডে ডেঙ্গি সচেতনতায় রাস্তায় নামা হয়েছিল।ওয়ার্ডবাসীক সচেতন করা হয়।তবে এমন উদ্যোগের পেছনে কারণ হিসেবে কাউন্সিলর জানান, ২০ নম্বর ওয়ার্ডে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা প্রচুর মানুষ রয়েছে।ফলে এভাবে তাঁরা প্লাস্টিকের বদলে চাল পেলে খুশি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *