বাগডোগরা, ৭ ফেব্রুয়ারিঃ বাগডোগরার কমলপুর চা বাগানে বিশালাকার অজগর উদ্ধার ঘিরে চাঞ্চল্য।
জানা গিয়েছে, এদিন চা বাগানের পাশে বাঁশঝাড়ের মধ্যে ১৫ ফুট লম্বা অজগর দেখতে পান চা শ্রমিকরা।এরপরই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বাগডোগরা বনদপ্তরের কর্মীরা।
পরে স্থানীয়রা অজগরটিকে ধরে বনদপ্তরের হাতে তুলে দেয়। অজগরটির শারীরিক পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।অজগরের খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে এলাকায়।