কোচবিহারের পুন্ডিবাড়ি থানা এলাকায় বাইসনের হানা, জখম মহিলা

কোচবিহার, ২১ নভেম্বরঃ বাইসনের তান্ডবে আতঙ্ক এলাকায়।ঘটনাটি ঘটেছে কোচবিহারের পুন্ডিবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ কালারায় কুঠি এলাকায়।


জানা গিয়েছে,বাইসনের হানায় এক মহিলা আহত হয়েছেন।আহত মহিলাকে প্রথমে পুন্ডিবাড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, এরপর সেখান থেকে কোচবিহারে পাঠানো হয়েছে।এদিকে এলাকায় বাইসনের হানার খবর পেয়ে বনবিভানের কর্মী ও পুন্ডিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

শেষমেষ দুপুর নাগাদ বাইসনটিকে ঘুম পাড়ানি গুলি করে নিয়ন্ত্রণে আনতে সফল হয় বনদপ্তর।বাইসনটিকে প্রাথমিক চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSJOJO