ভারতের পর্যটন শিল্পে জুড়ল নয়া পালক, রাজস্থানের নাথদ্বারায় বসল বিশ্বের সবচেয়ে উঁচু শিবমূর্তি 

রাজস্থানের রাজসমন্দ জেলার নাথদ্বারা শহরে ৫১ বিঘা জমির ওপরে স্থাপিত এই মহাদেবের মূর্তির নাম দেওয়া হয়েছে ‘বিশ্বাস স্বরূপম’।ভগবান শিব মূর্তির মধ্যে ধ্যানের ভঙ্গিতে উপবিষ্ট রয়েছে।মূর্তির উচ্চতা ৩৬৯ ফুট।এটি বিশ্বের পাঁচটি উচ্চতম মূর্তির মধ্যে স্থান পেয়েছে।


তাত পদম নামে একটি সংস্থার উদ্যোগে তৈরি হয়েছে এই মূর্তি।২০১২ সালে মূর্তি তৈরির পরিকল্পনা করা হয়। তারপর ধীরে ধীরে পরিকল্পনামাফিক কাজ এগোতে থাকে। মূর্তি তৈরিতে ৩ হাজার টন স্টিল ও লোহা লেগেছে।এছাড়াও আড়াই লক্ষ টন কংক্রিট ও বালি ব্যবহার করা হয়েছে।মূর্তিটির বাইরে পঞ্চ ধাতুর প্রলেপ দেওয়া হয়েছে।মূর্তি এমনভাবে তৈরি করা হয়েছে যে ঘণ্টায় ২৫০ কিলোমিটার বেগে হাওয়া চললেও কোনও ক্ষতি হবে না।বৃষ্টি ও রোদ থেকে বাঁচাতে মূর্তিতে জিঙ্কের আস্তরণও দেওয়া হয়েছে।

২০ কিলোমিটার দূর থেকেই দেখা যাবে এই মূর্তি।এছাড়াও রাতেও যাতে মূর্তিটি স্পষ্টভাবে দেখা যায় সেজন্য বিশেষ আলোর ব্যবস্থা করা হয়েছে।পাশাপাশি মূর্তি পর্যন্ত পৌছাতে লিফট,সিড়িও তৈরি করা হয়েছে।ভক্তদের জন্য বানানো হয়েছে হল।মূর্তির একেবারে উপরে যাওয়ার জন্য চারটে লিফট ও তিনটে সিঁড়ি ব্যবহার করতে হবে।
গত ২৯ অক্টোবর উদ্বোধন হয়েছে এই মূর্তির।মূর্তির উদ্বোধন উপলক্ষে আগামী ৬ নভেম্বর পর্যন্ত সেখানে মহোৎসবের আয়োজন করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *