শিলিগুড়িতে তৃণমূলের সাংগঠনিক সভায় রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে প্রচারের নির্দেশ চন্দ্রিমা ভট্টাচার্যের

শিলিগুড়ি, ৫ ডিসেম্বরঃ রাজ্য সরকারের বিভিন্ন  প্রকল্প নিয়ে জনসাধারণের মধ্যে প্রচার চালানোর জন্য দলীয় কর্মীদের নির্দেশ দিলেন রাজ্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।এছাড়াও মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগে সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য দলের মহিলা কর্মীদের নির্দেশ দেন তিনি।


জানা গিয়েছে,শনিবার শিলিগুড়িতে দার্জিলিং জেলা  মহিলা তৃণমূলের সাংগঠনিক সভায় যোগ দেন চন্দ্রিমা ভট্টাচার্য।এদিনের সভায় বিজেপি, কংগ্রেস ও সিপিএমকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি।

সভা শেষে সাংবাদিক বৈঠকে তিনি জানান, করোনা  মহামারীর জন্য বড় সভার বদলে বুধভিত্তিক ছোট ছোট সভা করে দলীয় কর্মী ও সাধারণ মানুষের মধ্যে যোগসাজশ বাড়ানো হচ্ছে।নির্বাচনে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পকে হাতিয়ার করা হবে বলে।পাশাপাশি করোনা মহামারী প্রসঙ্গে তিনি বলেন, আমেরিকার প্রাক্তণ রাষ্ট্রপতি ট্রাম্পকে স্বাগত জানাতে গিয়ে নরেন্দ্র মোদি করোনাকে স্বাগত জানিয়েছেন।আগেই যদি লকডাউন করে ভারতবর্ষের তিনটি প্রবেশ দ্বার বন্ধ করা হত তাহলে করোনা মহামারী এতটা ভয়াবহ আকার ধারণ করত না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *