অসহায় পরিবারের মেয়ের বিয়ের জন্য সাহায্যের হাত বাড়ালেন আমবাড়ির রেঞ্জার ও এক সমাজসেবী

রাজগঞ্জ, ২৬ ফেব্রুয়ারিঃ অসহায় পরিবারের মেয়ের বিয়ের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আমবাড়ির রেঞ্জার আলমগীর হক।সোমবার আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা সেই বাড়িতে গিয়ে পরিবারটিকে আর্থিক সাহায্যে তুলে দেন।রেঞ্জারের পাশাপাশি আরও এক সমাজসেবী দেবাশীষ সর্দার সেই পরিবারটিকে আর্থিক সাহায্য করেন।


জানা গিয়েছে, রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি মহামায়া কলোনির বাসিন্দা ঝরনা সিদ্ধা তার এক ছেলে ও মেয়েকে নিয়ে থাকেন।ঝরনা দেবী মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে সংসার চালান। কিছুদিন আগেই তার মেয়ের বিয়ে ঠিক হয়।কিন্তু কি করে বিয়ের সমস্ত আয়োজন করে উঠবেন তা ভেবেই রাতের ঘুম উড়ে যায় ঝরনা দেবীর।

এলাকায় চাঁদা তুলে কিছু অর্থ জোগারের চেষ্টা করলেও তা অতি সামান্য। সেই খবর জানতে পেরে আজ বিয়ের দিনে সাহায্যের জন্য এগিয়ে আসেন আমবাড়ি রেঞ্জের রেঞ্জার আলমগীর হক ও সমাজসেবী দেবাশীষ সর্দার।তারা কিছু আর্থিক সাহায্য তুলে দেন।


সহায়তা পেয়ে রেঞ্জার আলমগীর হক ও সমাজসেবী দেবাশীষ সর্দারকে ধন্যবাদ জানিয়েছেন ঝরনা সিদ্ধা ও স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *