শিলিগুড়ি, ২৯ নভেম্বরঃ নিজের বিয়েতে রক্তদান শিবিরের আয়োজন করল বিধাননগরের রবীন্দ্রপল্লীর আচার্জী পরিবারের বড় ছেলে রাজেশ আচার্জী।রবিবার রাজেশ আচার্জী ও প্রিয়ার বৌভাত।বৌভাতের অনুষ্ঠানে দুপুরে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়।ছেলের এই মহৎ কর্মকাণ্ডে খুশি বাবা মা।
রাজেশ আচার্জী জানান, ১৮ বছর বয়স থেকেই রক্তদান করছি কিন্তু বিয়েতে ভেবেছিলাম ব্যতিক্রমী কিছু করবো।এই কারণেই বাপন দাসের সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করি।
বাপন দাস জানান, সাধারণত মানুষ বিয়ে বাড়িতে নিমন্ত্রিত অতিথি হিসেবে আসেন।তবে এদিন এলাকার মানুষ এসেছিল রক্তদান করতে।এই রক্তদান বিধাননগরের প্রথম ব্যতিক্রমী ভাবনার রক্তদান।