বিয়েতে দুস্থ মানুষদের খাবারের ব্যবস্থা করে নজর কাড়ল মজুমদার পরিবার

শিলিগুড়ি,১৮ জানুয়ারিঃ বিয়েতে প্রায় ২০০ জন দুস্থ মানুষের খাবারের ব্যবস্থা করে নজর কাড়ল ডাবগ্রামের মজুমদার পরিবার। ১৭ জানুয়ারী বিয়ে হয় সমর মজুমদার এবং সুস্মিতা মজুমদারের। ১৯ তারিখ রয়েছে বৌভাতের অনুষ্ঠান। তবে সেই অনুষ্ঠানের আগেই আজ ২০০ জন দুস্থ মানুষের খাবারের ব্যবস্থা করলেন তারা। খাবারের পাশাপাশি সকলকে কম্বল বিতরন করা হয়। এক এনজিওতে তারা এই অনুষ্ঠানের কথা জানিয়ে রেখেছিলেন এবং কিছু টোকন তারা দিয়েছিলেন। 
এছাড়াও ডাবগ্রাম এলাকার বেশকিছু দুস্থ মানুষদেরও টোকন দেওয়া হয়। টোকনগুলি নিয়ে আজ সকলে উপস্থিত হয়েছিলেন অনুষ্ঠান বাড়িতে। সেখানেই সকলকে পেটপুরে খাওয়ানোর ব্যবস্থা হয়। দম্পতি জানান, এর আগের তারা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করেছেন এবং ভবিষ্যতেও তারা এই ধরণের কাজ করে যেতে চান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomjojobet girişjojobetCasibomholiganbet girişcasibom girişCasibomcasibomcasibom girişCASİBOMholiganbet girişizmir escort bayanCasibom Girişcasibomcasibom güncel girişcasibom güncelCasibomCasibom Girişholiganbetholiganbet girişcasibom giriş