বিজেপি ছাড়ছেন বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী

রায়গঞ্জ, ১ অক্টোবরঃ ফের প্রকাশ্যে গোষ্ঠী দ্বন্দ্ব উত্তর দিনাজপুর জেলা বিজেপির। সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিজেপি ছাড়ছেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানী।


সাংসদ দেবশ্রী চৌধুরী বিধায়কের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন বলে অভিযোগ তুলেন বিধায়ক কৃষ্ণ কল্যানী।দেবশ্রী চৌধুরী যে দলে থাকবেন সেই দল থেকে সরে যাবেন বলে সাফ জানান বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী।কয়েকদিন আগে দল বিরোধী কাজের অভিযোগে বিধায়ক কৃষ্ণ কল্যানীকে শোকজ করেন দলের রাজ্য নেতৃত্ব। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে শোকজ করা হয় বলে উল্লেখ ছিল।

শুক্রবার সাংবাদিক বৈঠক করে দল ছাড়ার কথা ঘোষনা করেন কৃষ্ণ কল্যানী। তার দাবী, “সাংসদ দেবশ্রী চৌধুরী তার সাংসদ এলাকা থেকে বিলুপ্ত হয়ে গেছেন। দেবশ্রী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে তার অভিযোগ।দেবশ্রীকে মীরজাফরের সঙ্গে তুলনা করে তিনি বলেন, মীরজাফরের মত পেছন থেকে আমার পিঠে ছুড়ি মারবে আমি সেটা মেনে নেব না”।


অন্যদিকে পাল্টা কটাক্ষ করেন দেবশ্রী চৌধুরী।তিনি বলেন, দল ছাড়ার জন্য অজুহাত লাগে।ও দল ছাড়বে যেদিন আমাদের সরকার গঠন হয়নি সেদিনই ও দল ছাড়বে বলে সিদ্ধান্ত নিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *