করোনা চিকিৎসা সংক্রান্ত সমস্যায় অভিযোগ জানাতে বিজেপির তরফে চালু হচ্ছে কমপ্লেইন সাবমিশন ডেক্স

শিলিগুড়ি, ২৮ মেঃ করোনা পরিস্থিতিতে নার্সিংহোমের অতিরিক্ত বিল, স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা সংক্রান্ত যেকোনো অভিযোগ জমা দিতে এবার ভারতীয় জনতা পার্টির তরফে চালু হতে চলেছে কমপ্লেইন সাবমিশন ডেক্স।


২৪ নম্বর  ওয়ার্ডে তরূণ তীর্থ ক্লাবের সামনে বিজেপির অফিসে শনিবার থেকে এই পরিষেবা চালু হতে চলেছে। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত অভিযোগপত্র জমা নেওয়া হবে।বিজেপির লিগ্যাল সেল যথাস্থানে এই অভিযোগপত্র গুলি জমা দিয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহনের দাবি জানাবে।

ফোন অথবা ইমেলের মধ্য দিয়েও মানুষ তাদের অভিযোগ জানাতে পারেন।এক্ষেত্রে ফোন নম্বর ও ইমেল আইডি হল ৯৮৮৩৪৫৭৬৪২, [email protected], [email protected]


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *